এনএফবি, মুর্শিদাবাদঃ
আজ থেকে ফরাক্কা ব্যারাজের উপর বেহাল রাস্তা মেরামতির কাজ। সোমবার সকাল থেকে ফরাক্কা ব্যারেজের ৮নং গেট থেকে ১৬নং গেট পর্যন্ত মেরামতির কাজ শুরু হয়।
সড়ক পথে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের একমাত্র রাস্তা হল ফরাক্কা ব্যারেজের উপর দিয়ে বয়ে যাওয়া এই ৩৪নং জাতীয় সড়ক। আগামী প্রায় দু’মাস কাজ করার জন্য সড়ক পথের একটি লেন আংশিক বন্ধ থাকবে এবং অপর লেন খোলা থাকবে বলে ফরাক্কা ব্যারেজ সূত্রে নোটিশ জারি করে জানানো হয়।
উল্লেখ্য, প্রায় চার বছর আগে এই রাস্তা মেরামতি কাজ করা হয়েছিল। তারপর থেকে রক্ষনা বেক্ষন ঠিক মত না হওয়ার কারনে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল থাকার পর আজকে থেকে শুরু হলো রাস্তা মেরামতির কাজ।
এই রাস্তা মেরামতির কাজের জন্য যানজটের দুর্ভোগ পোহাতে হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ক্ষতির মুখে পড়বে ব্যবসা-বাণিজ্য। কাজ চলাকালীন যাতে কোনোও সমস্যা না হয় সেই জন্য তৎপর প্রশাসন। যানজট নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফরাক্কার এসডিপিও ওয়াসিম খান ও ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী।