রাজ্যলেটেস্টসংবাদ

জাতীয় স্তরে পুরস্কৃত বাংলার ‘দুয়ারে সরকার’

এনএফবি, নিউজ ডেস্কঃ

বাংলার দুয়ারে সরকার প্রকল্প জাতীয়স্তরের পুরস্কার জিতে নিল। সিএসআই-র পক্ষ থেকে অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স ২০২১ সম্মানে সম্মানিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প।

একুশের বিধানসভা ভোটের পূর্বে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে দুয়ারে সরকার প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমজনতার মধ্যে এই প্রকল্পে বিপুল সাড়া মেলে। মানুষের এই প্রতিক্রিয়ায় বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে তৃতীয় দফায় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। করোনার বাড়বাড়ন্তের কারণে আপাতত তা নির্ধারিত সময়ের থেকে পিছিয়ে ১ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে।

মানুষের দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার এই অভিনব উদ্যোগ পুরস্কৃত হল। যা আগামীতে সরকারকে উৎসাহিত করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।