ফিচাররাজ্য

নতুন বছর প্রথম করোনা আক্রান্তের মৃত্যু কলকাতায়, উদ্বেগ

এনএফবি, কলকাতাঃ

নতুন বছরে রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু। আদতে বিহারের বাসিন্দা হলেও মৃতা কলকাতার বেলঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার বেলা ১১ টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতার নাম ঊর্মিলা দেবী(৮১)।

হাসপাতাল সূত্রে খবর, মৃতা প্রৌঢ়া গত ৩১ জানুয়ারি মূলত পেটের সমস্যা নিয়ে ভর্তি হন। চিকিৎসার জন্যবএকাধিক পরীক্ষা হয় তাঁর। তাতে করোনা পরীক্ষাও ছিল। রিপোর্ট এলে দেখা যায়, করোনায় আক্রান্ত তিনি। প্রথমে তাঁকে জেনারেল আইসিইউ-তে রাখা হয়। পরে স্থানান্তরিত করা হয় কোভিড আইসিইউ-তে।

পরবর্তী কালে ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে ওই মহিলার। তারপর নিউমোনিয়াও ধরা পড়ে। সবরকম ভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন চিকিৎসকরা। কিন্তু শেষরক্ষা হয়নি। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে একাধিক কোমর্বিডিটি থাকলেও, করোনা আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে।

করোনায় ফের রোগীমৃত্যুর খবরে উদ্বেগ দেখা দিয়েছে। তবে গত ২৮ জানুয়ারি করোনা বুলেটিনে স্বাস্থ্য দফতর জানিয়েছিল, সেই সময় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০-এর নিচে।