জেলাফিচার

নিশীথ প্রামাণিক একজন ক্রিমিনালঃ রবীন্দ্রনাথ ঘোষ

এনএফবি, কোচবিহারঃ

শনিবার দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা হয়। ওই হামলায় জেরে ২১জন বিজেপি কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে। এই ঘটনার জেরে বার্তা দেন রাজ্যপাল। সেখানে ওই বার্তায় বলা হয়েছে যে, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখতে কোনও ভাবেই আপস করা হবে না। সমাজকে বিপদে ফেলা যাবে না। যা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি।

এ দিন এ বিষয়ে নিয়ে কথা বলতে গিয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সাংবাদিকদের জানান, নিশীথ প্রামানিক একজন ক্রিমিনাল। সেই ক্রিমিনালের কাছে ভদ্রতা সৌজন্যতা যেমন আশা করা যায় না শান্তি ও সুস্থ পরিবেশ ও আশা করা যায় না। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নিশীথ প্রামাণিক চল্লিশটি গাড়ির কনভয় নিয়ে বুড়িরহাট এলাকায় যান। সেই গাড়িতে সশস্ত্র সমাজ বিরোধীদের নিয়ে গিয়ে সেখানে তান্ডব চালায় অশান্তি সৃষ্টি করে। ব্যবসায়ীদের গাড়ি-ঘোড়া ভাঙচুর করে এটা মেনে নেওয়া যায় না। একজন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে মানুষ এটা আশা করে না। তিনি একজন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার মূল দায়িত্ব ছিল মানুষকে নিরাপত্তা দেওয়া। কিন্তু আমরা দেখলাম তিনি সমাজ বিরোধীদের নিয়ে গিয়ে মানুষের উপর আক্রমণ করছেন। আমি মনে করি একজন কেন্দ্রীয় মন্ত্রীর মাথা ঠান্ডা রাখা প্রয়োজন। একজন মন্ত্রীর অহেতুক সশস্ত্র বাহিনী নিয়ে গিয়ে এলাকায় সন্ত্রাস করাচ্ছে তা মেনে নেওয়া যায় না।