ক্রীড়া

নতুন অধিনায়ক হিসেবে চাপের মুখে পড়লেন নীতিশ রানা

অঞ্জন চট্টোপাধ্যায়, এনএফবিঃ

কেকেআর দলের নতুন অধিনায়ক হলেন নীতীশ রানা। চোট পাওয়া শ্রেয়স আইয়ারের জায়গায় তাকে অধিনায়ক বাছা হলো। ক্যাপ্টেন হিসেবে অনেকে তাকে যোগ্য না মনে করলেও চ্যালেঞ্জ নিতে মরিয়া নীতিশ। এদিন নতুন দায়িত্ব পেয়ে জানালেন বলেন, “২০১৮ সাল থেকে আমি কলকাতা নাইট রাইডার্সে খেলছি। এটাই আমার দ্বিতীয় বাড়ি। নাইট রাইডার্সকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারটা আমার কাছে দারুণ সম্মানের ব্যাপার। নেতৃত্বের দায়িত্ব সর্বোচ্চ স্তরে ভালো পারফরমেন্স করার জন্য নিজেকে দারুণভাবে অনুপ্রাণিত করতে পারি। এটা আমার কাছে নেতৃত্বের দক্ষতা প্রদর্শনের জন্য একটা দুর্দান্ত সুযোগ। আমি আমার সমস্ত অভিজ্ঞতা ব্যবহার করে দলের প্রতিটা ক্রিকেটারের কাছ থেকে সেরাটা বার করে নিয়ে আসব। আমার সামনে এটা নতুন চ্যালেঞ্জ। কলকাতা নাইট রাইডার্সের মতো দলকে নেতৃত্ব দেওয়াটা আমার কাছে গর্বের ব্যাপার।”

এদিকে অ্যাপের মাধ্যমে সমর্থকদের উৎসাহ আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে নাইট রাইডার্স।

অ্যাপটি উদ্বোধন করলেন কেকেআর দলের অন্যতম মালিক শাহরুখ খান। কেকেআরের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানে শাহরুখ জানালেন এই অ্যাপটির কথা। যে অ্যাপে সমর্থকরা যোগ দিলে বিভিন্ন জিনিস পেতে পারেন। নাইট রাইডার্স দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করার সুযোগ যেমন পাওয়া যেতে পারে, তেমনই দলের জার্সি পেতে পারেন সমর্থকরা। অ্যাপটি ইতিমধ্যেই প্লে স্টোর এবং অ্যাপেল স্টোরে পাওয়া যাচ্ছে।