এনএফবি, মুর্শিদাবাদঃ
ইংরেজি নববর্ষের প্রথম দিনে মুর্শিদাবাদের ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হাজারদুয়ারিতে প্রতি বছরের ন্যায় পর্যটকদের ভিড় জমলেও করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় সকাল থেকে সেই ভিড় ছিল অনেকটাই কম। তবে বেলা বাড়ার সাথে সাথে পর্যটকদের ভিড় অনেকটাই বেড়েছে বলে মনে করা হচ্ছে । তবে নতুন প্রজন্মের পর্যটকদের মধ্যে প্রকৃতি তীর্থ মোতিঝিলে ফোয়ারা ও লাইট ও সাউন্ড দেখার বেশি আগ্রহ রয়েছে।
আজ প্রশাসনের তরফ থেকে মাস্ক পরার জন্য আবেদন জানানো হচ্ছে। কিন্তু পর্যটকের মধ্যে মাস্ক পরার প্রবণতা সেভাবে লক্ষ্য করা যায়নি৷ খুব আক্ষেপের সঙ্গে মুর্শিদাবাদের নবাব পরিবারের বর্তমান সদস্য ছোটে নবাব জানিয়েছেন, ২৫ শে ডিসেম্বর ও ১ লা জানুয়ারি প্রতিবছর বিপুল সংখ্যক পর্যটক মুর্শিদাবাদে বেড়াতে এসে থাকেন। কিন্তু তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় এবছর জনসমাগম যথেষ্টই কম। স্থানীয় পুলিশ প্রশাসন কোভিড বিধি নিয়ন্ত্রণে যথেষ্ট তৎপর, বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে পর্যটকদের কোভিড বিধি পালন করতে উদ্যোগ নিয়েছেন তারা।
তবে জন সচেতনতা জাগিয়ে তৃতীয় ঢেউ আটকানো আদৌ সম্ভব হবে কিনা তা সময়ের ওপর ছেড়ে দেওয়া ছাড়া আর কোন উপায় নেই ৷