এনএফবি,ঝাড়গ্রামঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আট বছরের উন্নয়নমূলক প্রকল্পের কাজ মানুষের কাছে তুলে ধরার জন্য মঙ্গলবার ঝাড়গ্রাম স্টেশনে গরীব কল্যাণ সম্মেলনের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমরম, বিজেপির ঝাড়গ্রাম জেলার সভাপতি তুফান মাহাতো সহ রেলের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক যোজনা দ্বারা উপকৃতদের সাথে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অধীনে ১০ কোটির বেশি কৃষককে ২১ হাজার কোটি টাকার অধিক এগারতম কিস্তি হস্তান্তর করা হয়। এছাড়াও সেবা, সুশাসন নিয়ে বিস্তারিত ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি বক্তব্য রাখেন। ছয় লক্ষ গ্রাম প্রকাশ্য স্থানে শৌচ কর্ম থেকে মুক্ত হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া ২.৬ কোটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ, ৯.৫ কোটির বেশি পরিবারে পাইপ বাহিত জলসংযোগ, মহিলাদের ৯.১৭ কোটি রান্নার গ্যাস সংযোগ করা হয়েছে। প্রথমবার ৪৫ কোটি মানুষের জন্য ব্যাংক একাউন্ট খোলা হয়েছে।
পিএম সুরক্ষা বীমা যোজনা মাসিক এক টাকায় বীমার সুবিধা । করোনার সময় ২০ কোটি মহিলার ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার। মুদ্রা যোজনায় ৬৮% সুফলভোগী মহিলা। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্পের কথা এই গরীব কল্যাণ সম্মেলনে তুলে ধরা হয়।