চেয়ারম্যানকে অন্ধকারে রেখে বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কমিটি! তাল কাটলো ঘোষণায়
এনএফবি, মুর্শিদাবাদঃ
জেলা কমিটি ঘোষণার আগেই চেয়ার ছেড়ে বাইরে বেরিয়ে গেলেন সাংসদ তথা বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আবু তাহের খান।
উল্লেখ্য বুধবার বেলা ১১ টা ৩০ মিনিটে বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের কমিটি ঘোষনার কথা ছিল। জেলা কমিটি ঘোষণা করার জন্য জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায় সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় জেলা কমিটির তালিকায় চোখ বোলান মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ। সেই তালিকা দেখেই তিনি চেয়ার ছেড়ে উঠে পড়েন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমার কোনও অভিযোগ নেই, কিন্তু যখন একটি তালিকা প্রকাশিত হচ্ছে তখন চেয়ারম্যান হিসাবে জেলায় কে কোথায় ছিল, কে কোথায় থাকবে-এটা জানা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে, সেটা আমাকে জানানো হয়নি। তাই চলে এসেছি। না জেনে কমিটির দায়বদ্ধতা নেবো, এটা ঠিক নয়। একইসঙ্গে তাহের এই বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানাবেন বলেও জানিয়েছেন।
বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সভাপতি শাওনি সিংহ রায় রাজ্য থেকে প্রদত্ত তালিকা ঘোষণা করেন। একইসঙ্গে এই ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয়ে তিনি রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলবেন।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Pingback: হাসপাতালে সাংসদ আবু তাহের খান - NF Bangla Private Limited