ক্রীড়াফিচারলেটেস্ট

প্রতিকূলতা কাটিয়ে মুর্শিদাবাদে ফের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার আয়োজন

এনএফবি, কলকাতাঃ

কোভিডের কারণে গত তিন বছর বন্ধ ছিল। সব প্রতিকূলতা কাটিয়ে আবার স্বমহিমায় ফিরছে মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। আগামী ৩ সেপ্টেম্বর ভাগীরথীতে নামার অপেক্ষায় দেশি-বিদেশির সাঁতারুরা।এ বছর ৮১ কিলোমিটার সাঁতারে মোট প্রতিযোগীর সংখ‍্যা ২৪ জন। তার মধ‍্যে মহিলা প্রতিযোগীর সংখ‍্যা ৪। এই বিভাগে মালয়েশিয়ার ৩, স্পেনের ২, শ্রীলঙ্কা, থাইল‍্যান্ডের এক জন করে সাঁতারু অংশ নিচ্ছেন। বাংলা ছাড়াও দেশের বিভিন্ন রাজ‍্যের সাঁতারুরাও অংশ নিচ্ছেন।

সোমবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই প্রতিযোগিতার বিষয়ে আলোকপাত করেন মুর্শিদাবাদ সুইমিং অ‍্যাসোসিয়েশনের সচিব দেবেন্দ্রনাথ দাস। তিনি বলেন,”কোভিডের কারণে গত তিন বছর আমরা এই ঐতিহ্যবাহী সাঁতার প্রতিযোগিতা আয়োজন করতে পারিনি। আমরা এবার নতুন করে ফের শুরু করছি। বিভিন্ন দেশের বেশ কিছু সাঁতারু ৮১ কিলোমিটারে অংশ নেওয়ার জন‍্য আবেদন করেছিলেন। কিন্তু সবাইকে আমরা নিতে পারিনি। এবছর আমরা প্রতিযোগীদের জন‍্য বিশেষ ভাবে মেডিক্যাল ব‍্যবস্থার উপর বেশি করে জোর দিয়েছি। আশা করছি সুষ্ঠুভাবেই প্রতিযোগিতা শেষ করতে পারব।”

YouTube player