পল্টু প্রয়াণ দিবস পালন

অঞ্জন চট্টোপাধ্যায়, এনএফবিঃ

ইস্টবেঙ্গল ক্লাবের নব রূপকার দীপক (পল্টু) দাসের ২২তম প্রয়াণ বার্ষিকী বুধবার শ্রদ্ধার সাথে পালিত হলো।

সকালে ক্লাব তাঁবুতে দীপক (পল্টু) দাসের প্রতিকৃতিতে মাল্যদান করেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরা, রিজার্ভ টিমের প্রশিক্ষক ও ক্লাবের কর্মসমিতির সদস্যগণ। এর পরে ক্লাব কর্তৃপক্ষ নিউ গড়িয়ার “হিমাদ্রি মেমোরিয়াল ক্যান্সার ওয়েলফেয়ার ট্রাস্ট” এ গিয়ে দুস্থদের চিকিৎসা প্রকল্পে কুড়ি হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন।
বিকেলবেলায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দীপক (পল্টু) দাসের আদর্শকে সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণী মানুষদের সম্মানিত করা হয়।

প্রথমেই দীপক (পল্টু) দাসের প্রতিকৃতি মাল্যদান করেন অনুষ্ঠানে উপস্থিত সকল গুনীজনেরা। এরপর উদ্বোধনী সংগীত, সংগীত পরিবেশন করেন ক্লাব সদস্য বিশিষ্ট গায়ক শ্রী সৈকত মিত্র। এরপর শুরু হয় সম্মাননা জ্ঞাপন পর্ব।

“দীপক জ্যোতি জীবনকৃতি সম্মানে” সম্মানিত করা হয় চিকিৎসা জগতের উল্লেখযোগ্য নাম ডাঃ সুকুমার মুখার্জি মহাশয় ও বিখ্যাত লেখক ও ঔপন্যাসিক শ্রী মণিশঙ্কর মুখার্জিকে।
“দীপক জ্যোতি দিশারী সম্মানে” সম্মানিত করা হয় বাংলার রূপায়ণে কর্মশীল উদ্যোগী শিল্পপতি শ্রী সত্যম রায়চৌধুরীকে। “দীপক জ্যোতি সম্মানে” সম্মানিত করা হয় প্রাক্তন খেলোয়াড়-প্রশিক্ষক স্বর্গীয় সুভাষ ভৌমিক, প্রাক্তন অধিনায়ক প্রশান্ত ব্যানার্জি ও তুষার রক্ষিতের প্রথম প্রশিক্ষক স্বর্গীয় বাবু গুহকে, তাঁর হয়ে এই সম্মাননা গ্রহণ করেন তাঁর ভগিনী শ্রীমতি মৌসুমী গাঙ্গুলি। “দীপক জ্যোতি সম্মানে” সম্মানিত করা হয় প্রাক্তন অধিনায়ক সত্যজিৎ মিত্র ও প্রাক্তন খেলোয়াড়, প্রশিক্ষক বিশ্বজিৎ ভট্টাচার্য’র প্রথম প্রশিক্ষক স্বর্গীয় খোকন বসু মল্লিককে, তাঁর হয়ে এই সম্মাননা গ্রহণ করেন তাঁর ভাইপো শ্রী ইন্দ্রজিৎ বসু মল্লিক।”দীপক জ্যোতি সম্মানে” সম্মানিত করা হয় প্রাক্তন অধিনায়ক প্রয়াত কৃশানু দে’র প্রথম প্রশিক্ষক শ্রী সাধন কুমার ঘোষ মহাশয়কে।

এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা পুর সংস্থার মেয়র ফিরহাদ হাকিম, বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রী তাপস রায়। সকলেই তাদের বক্তব্যে দীপক (পল্টু) দাসের স্মৃতিচারণা করেন।

তরুণ সাংবাদিক অভিজিৎ সরকারের অকাল প্রয়াণে তাঁর পরিবারের পাশে থাকার অঙ্গীকার করে মঞ্চে উপস্থিত তাঁর স্ত্রীর কাছে দু’লক্ষ টাকা তুলে দেয় ক্লাবের দীপক (পল্টু) দাস ওয়েলফেয়ার মেমোরিয়াল অ্যাসোসিয়েশন। শেষে ক্লাবের কার্যকরী সমিতির সদস্যরা এবং ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরা মুখোমুখি হন প্রশ্নোত্তর পর্বে, বর্তমানে ক্লাবের ফুটবলের অবস্থা ও আগামী দিনে ক্লাবের অগ্রগতির বিষয়ে তারা তাদের বক্তব্য উপস্থাপিত করেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রখ্যাত সাংবাদিক শ্রী গৌতম ভট্টাচার্য।