জেলা

প্রতিবন্ধী স্কুলের বিরুদ্ধে বহরমপুর মহকুমা শাসকের কাছে অভিযোগ অভিভাবকদের

এনএফবি, মুর্শিদাবাদঃ

বহরমপুরের একটি সরকারি প্রতিবন্ধী স্কুলে উঠল অচলাবস্থার অভিযোগ। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের লিলিমা প্রভা প্রতিবন্ধী বিদ্যালয়ে অচলাবস্থা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল ওই বিদ্যালয়ের পাঠরত পড়ুয়াদের অভিভাবকেরা। মঙ্গলবার স্কুল পরিচালন কমিটি ও বিদ্যালয়ের অভিভাবকদের প্রতিনিধি দলের সঙ্গে এই বিষয় নিয়ে বহরমপুর মহকুমা শাসকের বৈঠক হয় মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে। এদিন স্কুলের অভিভাবকরা জানান, কার্যত অচল অবস্থায় চলছে প্রতিবন্ধীদের এই বিদ্যালয়। হোস্টেলের খাবার থেকে শুরু করে বিদ্যালয়ের পঠন পাঠনও নিম্নমানের।

যদিও অভিভাবকদের প্রশ্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষককে করা হলে কোনরকম সদুত্তর পাওয়া যায়নি। তবে বহরমপুরের মহকুমা শাসক প্রভাত চট্টোপাধ্যায় জানান,”অভিভাবকদের সঙ্গে এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করা হল। এবার খতিয়ে দেখা হবে এবং স্কুলে যে সমস্ত বিষয়ে ক্ষোভ রয়েছে অভিবাবকদের তাও মেটানোর চেষ্টা হবে।” তবে ৯০ বছরের প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশ্ন ওঠায় কার্যত বিপাকে বিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রভাত চট্টোপাধ্যায়, বহরমপুর সদর মহকুমা শাসক।
লুৎফুর রহমান, অভিভাবক প্রতিনিধি।