এনএফবি, নিউজডেস্কঃ
নিয়োগ দুর্নীতি নিয়ে ফের আদালতের প্রশ্নের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। মঙ্গলবার, গ্রুপ-সি কর্মী নিয়োগে দূর্নীতির পিছনে কারা জড়িত সেই প্রশ্ন তুলে কমিশনের কাছ থেকে তথ্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এই পদে কর্মী নিয়োগে যাবতীয় তথ্য দিয়ে এসএসসিকে নতুন করে একটি হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এই মামলার শুনানিতে এদিন হলফনামা জমা দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, এসএসসির কাছ থেকে সুপারিশপত্র পেয়েই তারা নিয়োগ কার্যকর করেছে। কমিশনের পাশাপাশি এদিন রাজ্য সরকারকেও হলফনামা দিতে বলেছেন বিচারপতি। জেলা স্কুল পরিদর্শকের কাছ থেকে এসএসসি-র এইসব সুপারিশপত্রের প্রতিলিপি কাদের থেকে গিয়েছে, তা রাজ্যকে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। এই হলফনামা জমা পড়ার পর এই মামলায় প্রয়োজনীয় নির্দেশ দেবে হাইকোর্ট। আগামী ২৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।