ফিচারস্থানীয়

বাজার বন্ধে তৎপর পুলিশ, সময় বৃদ্ধির দাবি ক্রেতা বিক্রেতা উভয়ের

এনএফবি,বহরমপুরঃ

কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণে জেলাশাসকের ঘোষিত নির্দেশ অনুযায়ী রবিবার বেলা ১০টা নাগাদ বাজার বন্ধ করতে তৎপর হল পুলিশ প্রশাসন। এদিন বেলা ১০ টা বাজতেই বহরমপুরের স্বর্ণময়ী বাজার সহ অন্যান্য সবজি, মাছ, মাংসের বাজার সহ অন্যান্য বাজার বন্ধ করতে নেমে পরে প্রশাসন। সরকারি নির্দেশ অনুযায়ী বেলা ১২ টা থেকে খোলা হবে জুয়েলারি, মিষ্টি, বই-খাতা সহ অন্যান্য দোকান। এদিন যারা নির্দিষ্ট সময়ে বাজার বন্ধ করেনি পুলিশ প্রশাসন তাদের কয়েকজনকে আটক করেছে। লক্ষ্য রাখা হচ্ছে সামাজিক দূরত্ব বিধি ও মাস্ক পরার ওপরও । এদিনের অভিযানে উপস্থিত ছিলেন, বেলডাঙ্গার এসডিপিও সেখ সামসুদ্দিন, বহরমপুর থানার আইসি রাজা সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

অরূপ দাস, ক্রেতা ৷ নিজস্ব চিত্র

তবে জেলা প্রশাসনের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সবজি ব্যবসায়ী থেকে ক্রেতা প্রায় সকলেই । “শীতের সকালে সবজি নিয়ে বাজারে বসতেই ৭টা বেজে যাচ্ছে। বিক্রি-বাট্টা শুরু হতেই বন্ধ করে দিতে হচ্ছে দোকান” ৷ এই অভিযোগ করেছেন বাজারে বসা সবজি বিক্রেতা আলি আবদুয়ার ৷ অপরদিকে অরূপ দাস নামে এক ক্রেতা জানালেন, “সকাল দশটা পর্যন্ত বাজারের এই সময়টা খুব কম, হয় সময় বাড়ানো হোক না হলে সপ্তাহে এক দু’দিন পুরো সময়ের জন্য খুলে রাখা হোক বাজার ।”

আলি আবদুয়া, সবজি বিক্রেতা