এনএফবি, নিউজ ডেস্কঃ
কাশ্মিরে পুলিশের টহলদারি ভ্যান লক্ষ্য করে গুলি। গুলিবিদ্ধ হয়ে কর্তব্যরত অবস্থায় নিহত দুই পুলিশ কর্মী।
সংবাদ সূত্রে পাওয়া খবর থেকে জানা গেছে, উত্তর কাশ্মিরের বান্দিপোড়ার গুলশন চক এলাকায় শুক্রবার সকালে পুলিশের টহলদারি ভ্যান লক্ষ্য করে সন্দেহভাজন জঙ্গিরা গুলি নিক্ষেপ করে। তাদের ছোঁড়া গুলিতে মৃত্যু হয় দুই পুলিশ কর্মীর। মৃত দুই পুলিশ কর্মী হলেন সার্জেন্ট মহম্মদ সুলতান এবং কনস্টেবল ফৈয়াজ আহমেদ।
পুলিশ কর্মীর মৃত্যুর তীব্র নিন্দা করে টুইট করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এদিন টুইটে তিনি লেখেন, ” উত্তর কাশ্মিরে বান্দিপোড়ায় শুক্রবার সকালে হওয়া জঙ্গি হামলার তীব্র নিন্দা করছি। এই গুলি চালনায় দুই কর্তব্যনিষ্ঠ পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। আল্লাহ তাঁদের আত্মার শান্তি দিক এবং পরিবার দু’টিকে ঘুরে দাঁড়ানোর শক্তি দিক।”
No words are strong enough to condemn the heinous terrorist attack on our brave JK Police jawans SgCT Mohd Sultan & Ct Fayaz Ahmad at Bandipora. J&K administration will extend all possible support to martyrs families: Manoj Sinha, LG, J&K https://t.co/lB3lz6DoWG pic.twitter.com/7GcwcnmgHx
— ANI (@ANI) December 10, 2021
I condemn the militant attack on the police in Bandipore area of North Kashmir earlier today that resulted in the death in the line of duty of J&K police personnel Muhammad Sultan and Fayaz Ahmad. May Allah grant them Jannat & may their families find strength at this time.
— Omar Abdullah (@OmarAbdullah) December 10, 2021