জেলা

ভোট পরবর্তী হিংসায় পুরুষ শূন্য এলাকা, শান্তির দাবিতে থানার দ্বারস্থ মহিলারা

এনএফবি, মালদাঃ

ভোট পর্ব এবং গণনা পর্ব মিটে গেলেও অশান্তির বাতাবরণ অব্যাহত রয়েছে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের খুনিবাথান এলাকায়। এলাকায় কার্যত পুরুষশূন্য হয়ে রয়েছে। আতঙ্কে রয়েছে গ্রামের মহিলারা।

ওই এলাকায় গিয়ে দেখা গেল এখনও থমথমে ভাব রয়েছে। বিজেপি মহিলা সমর্থকদের অভিযোগ, ভোটে জেতার পরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করেছে বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে মহিলাদের ধর্ষণ ও প্রাণে মারার হুমকি দিচ্ছে। যদিও এলাকায় এখনও পর্যন্ত টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। তাই কিছুটা হলেও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে পক্ষপাতীত্বের। কারণ বিজেপি বেশ কিছু সমর্থকদের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। কারণ হিসেবে জানতে চাইলে গন্ডগোল এড়ানোর জন্যই নাকি পুলিশ এই ব্যবস্থা নিয়েছে তবে কেন শুধু বিজেপি কর্মীদেরকে বেছে বেছে গ্রেফতার। এ ঘটনায় শান্তির জন্য গ্রামের মহিলারা ইতিমধ্যে দ্বারস্থ হয়েছেন মালদা থানায়।