এনএফবি, জলপাইগুড়িঃ
উৎপাদন ভালো হলেও লাভ নিয়ে সন্দিহান আলু চাষীরা। লাভের আশা কম হওয়ার কারণ হিসাবে তাঁরা সারের কালোবাজারিকেই দায়ী করছেন। সারের দাম বাড়ার কারণে বেশ কিছু আলু চাষীরা এইবার আলু চাষ থেকে বিরত থেকেছেন বলেও জানা গেছে। প্রতিবন্ধকতা সত্ত্বেও লাভের আশায় দিনরাত এক করে আলুগাছের শেষ মুহূর্তের পরিচর্চায় ব্যস্ত চাষিরা। কয়েক দিন পর নতুন আলু তোলার অপেক্ষায় তারা।
জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় এখন চাষের জমিতে দেখা যাচ্ছে আলু গাছের সবুজের মেলা। শহর ছেড়ে বিবেকানন্দ পল্লী এলাকায় দেখা গেল রকমারি স্প্রে করতে। আলু চাষ করতে আশি থেকে নব্বই দিন লাগে। একও বিঘা জমিতে আলু চাষ করতে চাষির আনুমানিক খরচ হয় ১৫ থেকে ২০ হাজার টাকা। চার বিঘা থেকে কুড়ি বিঘা পর্যন্ত জমিতে আলু চাষ করে থাকেন চাষিরা। গাছের চেহারা দেখে ভালো ফলনের আশায় বুক বাঁধছেন তারা। কিন্তু সত্যিই কী লাভের মুখ দেখতে পাবে- প্রশ্নটা থেকেই যায়।