ফিচাররাজ্য

[:en]খেজুরিতে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি, নিরাপত্তার ব্রজআঁটুনিতে দীঘা[:]

[:en]

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

খেজুরিতে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। সোমবার দুপুর ২ টায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী।

গত শনিবার বিকেলে খেজুরির ঠাকুরনগরের সভাস্থল পরিদর্শন করেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি।

সভাস্থলে আগত মানুষদের জন্য তৈরি করা হচ্ছে অস্থায়ী তিনটি শেড। এছাড়া মুখ্যমন্ত্রীর জন্য অস্থায়ী হেলিপ্যাড। খেজুরির সভা শেষ করে মুখ্যমন্ত্রী রওনা দেবেন দীঘার উদ্দেশ্যে। ৪ ও ৫ তারিখ দীঘায় প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি রয়েছে।

মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্রে করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা সমুদ্র শহরও। ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকা। এছাড়া নিরাপত্তার জন্য সৈকত সরণিতে শনিবার থেকে ৬ তারিখ পর্যন্ত হকারদের আনাগোনার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

[:]