জেলা

কুশপুত্তলিকা দাহ করে বহরমপুরে কংগ্রেসের প্রতিবাদ মিছিল

এনএফবি,মুর্শিদাবাদঃ

কেন্দ্রীয় সংস্থাকে প্রভাবিত করা এবং প্রতিহিংসার রাজনীতির ঘৃণ্য প্রয়োগ করার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল কংগ্রেস। পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকাও দাহ করা হয় । শুক্রবার বিকেলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে জেলা কংগ্রেস কার্যালয় থেকে বহরমপুর টাউন কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল বের হয়।

এদিন ,মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন মিছিল গোটা বহরমপুর শহর পরিক্রমা করে। মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে কংগ্রেস নেতা কর্মীরা। এদিন অধীর বাবু জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে কেন্দ্র সরকার যেভাবে দেশের কংগ্রেসকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। তাই কংগ্রেস নেতৃত্ব সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। এরই প্রতিবাদে সরব কংগ্রেসের এই প্রতিবাদ মিছিল।

নিজস্ব চিত্র