বিজেপিতে যোগ দেওয়া আদিবাসী মহিলাদের নাকখত দিয়ে তৃণমূলে ফেরানোর অভিযোগে বিক্ষোভ
এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
বিজেপিতে যোগদানের ২৪ ঘন্টার মধ্যে দন্ডি কেটে আদিবাসী মহিলাদের তৃণমূলে ফেরানোর ঘটনার প্রতিবাদে জেলা পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখান বিজেপি। একইসঙ্গে ঘটনাস্থলে যান তপন বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বুধরাই টুডু।

সংবাদমাধ্যমকে বিধায়ক জানান, গতকাল রাতে তপনের গোফানগরের ২০০ মহিলা যারা তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছিলেন, তৃণমূল তাদের বাড়ি গিয়ে ভয় দেখিয়ে তাদের নিজের দলে ফিরিয়ে আনে বলে আজ পুলিশ সুপারের সামনে বিক্ষোভ।
তৃনমুলের কো-অর্ডিনেটর সুভাষ চাকি বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Pingback: নাকখত ঘটনার পর জেলা সভাপতি বদল - NF Bangla Private Limited