জেলা

সরকারি নির্ধারিত ফি নিয়ে একাদশে ভর্তির দাবিতে বিক্ষোভ

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের সরকারি নির্ধারিত ফি নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তির দাবিতে ডি.আই এর কাছে বিক্ষোভ প্রদর্শন করলো ছাত্রসংগঠন এআইডিএসও। শুক্রবার ডি আই এর সঙ্গে দেখা করে ডেপুটেশন দেয় তারা। এইদিন মেদিনীপুর শহরের বিপ্লবী বিমল দাস গুপ্ত মূর্তির পাদদেশে থেকে মিছিল করে বিএম গেট হয় ডিআই অফিসে এসে বিক্ষোভ দেখায় তারা। বিক্ষোভে নেতৃত্ব দেন এআইডিএসও পশ্চিম মেদিনীপুর (উত্তর) সাংগঠনিক জেলার সম্পাদক তনুশ্রী বেজ। তনুশ্রী বেজ বলেন,” আমরা লক্ষ্য করছি একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে স্কুলগুলো সরকার নির্ধারিত ফি এর থেকে অত্যাধিক টাকা ধার্য করেছে। এই মেদিনীপুর শহরের উপরেই অনেক স্কুল শুধু ভর্তির ক্ষেত্রে ব্যাপক টাকা নিচ্ছে তা নয় কম নাম্বার পেলে টাকার বিনিময়ে অ্যাডমিশন করিয়ে দেবে বলে বলেছে। আমাদের কাছে অভিযোগ এসেছে। এমতাবস্থায় আমরা দাবি করছি, অবিলম্বে সরকারি নির্ধারিত ফি নিয়ে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে এবং যে স্কুল বাড়তি ফি নিয়েছে সে সমস্ত স্কুলকে টাকা ফেরত দিতে হবে। এটা যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।”

নিজস্ব চিত্র