অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
২০২২ সালের কাতার বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ। এদিন এক সাক্ষাৎকারে স্পষ্ট করে জানিয়ে দিলেন লিওনেল মেসি। এদিন মেসি জানাচ্ছেন, “এটাই (কাতার বিশ্বকাপ) আমার শেষ বিশ্বকাপ। সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে।” তবে প্যারিস সাঁ জাঁ নাকি বার্সেলোনার জার্সি পরে খেলতে দেখা যাবে বিশ্বফুটবলের রাজপুত্রকে, তা এখনও স্থির করেননি এলএমটেন। ২০২৩ সালে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আর্জেন্টাইন মহাতারকা। ১৯৮৬ সালে শেষবার আর্জেন্টিনা দিয়েগো মারাদোনার হাত ধরে বিশ্বকাপ জেতে তারপর আর কাপ ঘরে আসেনি। ২০১৪ সালে মেসির আর্জেন্টিনা জার্মানির বিরুদ্ধে ফাইনালে হেরে যায়। ট্রফির আলমারিতে সবকিছু থাকলেও বিশ্বকাপ নেই সেই অধরা স্বপ্ন পূরণ করতে কাতারেই মরিয়া এলএমটেন।