স্থানীয়

পড়ুয়াদের হাতে গড়া রাখি পরেই রাখি বন্ধন উদযাপনের আয়োজন

এনএফবি,আলিপুরদুয়ারঃ

দোকান থেকে কেনা রকমারি রাখি নয়। নিজেদের হাতে গড়া রাখিই এ বার সহপাঠীদের হাতে বাঁধবে পড়ুয়ারা। এবার রাখি পূর্ণিমায় নিজেদের হাতে তৈরি রাখি পরাবে আলিপুরদুয়ারের ফালাকাটা পারঙ্গেরপার শিশুকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা।

জানা গিয়েছে, সংশ্লিষ্ট বিদ্যালয়ের একাদশ শ্রেণীর পড়ুয়ারা এবার বিদ্যালয়ে বসেই রাখি তৈরি করছে। ওই পড়ুয়াদের তৈরি রাখিই বিদ্যালয়ের অন্য পড়ুয়া, শিক্ষক, কর্মী সবাইকে পরানো হবে। বাজার থেকে কেনার বদলে পড়ুয়াদের রাখি তৈরিতে উৎসাহ দিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। টিফিনের সময় এখন তাই রাখি বানাতে ব্যস্ত একাদশ শ্রেণীর পড়ুয়ারা। টুকরো টুকরো করে কাটা নানা রঙের কাগজ, পুঁতি, জড়ি, কাঁচি দিয়ে কাগজ কেটে, আঠা দিয়ে জুড়ে তৈরি করা হয়েছে একের পর এক রাখি। নিজে হাতে রাখি বানিয়ে খুশি পড়ুয়ারাও। এবার রাখিবন্ধন ঘিরে ফালাকাটার এই বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে তাই আলাদা উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ছে ।