রাজ্য

মুখ্যমন্ত্রীর তরফে ঝাড়গ্রামে আদিবাসী গুণীজনদের সংবর্ধনা

এনএফবি, ঝাড়গ্রামঃ

বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে আদিবাসী গুণীজনদের সংবর্ধনা জানানো হয় ৷ গুণীজনদের সংবর্ধনা জানানোর পাশাপাশি এই অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী গুণীজনদের পাঁচটি পুরস্কার প্রদান করেন সাঁওতালি সাহিত্যে অবদানের জন্য ,সাহিত্য বিষয়ক উৎকর্ষতা হিসাবে সাধু রাম চাঁদ মুর্মুর স্মৃতি পুরস্কার সারি ধরম হাঁসদা কে প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে পন্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি পুরস্কার চারু ও কারুশিল্প উৎকর্ষতা হিসেবে তুলে দেওয়া হয়, এছাড়াও লাল শুকরা ওরাও স্মৃতি পুরস্কার, বিরসা মুন্ডা স্মৃতি পুরস্কার, সিধু কানু স্মৃতি পুরস্কার গুণীজনদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী ৷ মানপত্র, উত্তরীয়, স্মারক ও প্রত্যেককে এক লক্ষ টাকার করে চেকও মুখ্যমন্ত্রী তুলে দেন।

এছাড়াও অনুষ্ঠানে ৫ জন কৃতী তীরন্দাজ কে সংবর্ধনা জানানো হয়। কৃতী তীরন্দাজি হিসেবে উপস্থিত ছিলেন জুয়েল সরকার ,চুমকি মন্ডল, রুমা বিশ্বাস ,রিয়া মাহাতো ও প্রিয়া পাত্র। ওই পাঁচ জনকে স্মারক উত্তরীয় এবং ৫০ হাজার টাকা করে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের পক্ষ থেকে তীরন্দাজিদের সংবর্ধনা জানানো হয় ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ঝাড়গ্রামে বহু প্রতিভা রয়েছে। সেই প্রতিভা কে সম্মান জানাতে পেরে গর্বিত। তিনি আগামী দিনে আদিবাসী গুণীজনদের পাশে রয়েছেন বলে জানান। সেইসঙ্গে আদিবাসী সংস্কৃতিকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সকলের কাছে সহযোগিতা চান ।যাতে আদিবাসী ছেলেমেয়েরা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে পারে সে বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানান।