অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
মুম্বাইয়ে নিজের কামব্যাক টেস্টে লজ্জাজনক রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ও একমাত্র ভারতীয় ক্যাপ্টেন হিসেবে টেস্টে ১০ বার শূন্য রানে আউট হলেন কোহলি। ভারত অধিনায়কদের মধ্যে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪ বলে কোনও রান না করেই আজাজ প্যাটেলের বলে এলবিডব্লিউ হন কোহলি। বিরাটের নামের পেছনে অনেক অলংকারের রেকর্ড আছে। আর এবারে এই লজ্জার রেকর্ড যোগ হল।