দেশ

প্রধান অতিথি ছাড়াই প্রজাতন্ত্র দিবস উদযাপন এবারেও

এনএফবি, নিউজ ডেস্কঃ

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান এবারেও প্রধান অতিথি বিহীন ভাবে অনুষ্ঠিত হতে চলেছে। করোনার এই বাড়বাড়ন্তের কালে অনাড়ম্বরভাবে সাধারণতন্ত্র দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই প্রধান অতিথি ছাড়াই অনুষ্ঠানের সিদ্ধান্ত বলে এক সূত্র উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

উল্লেখ্য, প্রতি বছর কোনও না কোন দেশের রাষ্ট্র প্রধানকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণের রেওয়াজ প্রচলিত আছে। গত বছর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার ছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের, কিন্তু শেষ পর্যন্ত তা বাতিল হয়। শেষ ২০২০ সালের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনার।

আরও পড়ুনঃ গোরক্ষপুরে চ্যালেঞ্জের মুখে যোগী