অবিক্রিত থাকলেন ঋদ্ধিমান

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

একেরপর এক খারাপ খবর লেগেই আছে ঋদ্ধিমান সাহার। জাতীয় দল থেকে বাদ পড়ার বিতর্ক থেকে শুরু করে রঞ্জি থেকে নাম প্রত্যাহার। এবার তার সঙ্গে যোগ হল আইপিএলে অবিক্রিত থাকা। আজ নিলামের প্রথম দিনে অবিক্রিত থাকলেন ভারতের অন্যতম এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার। তাঁর নূন্যতম মূল্য ছিল ১ কোটি টাকা।

নিলামের আগে বিশেষজ্ঞদের অনুমান ছিল ঋদ্ধিমান সাহাকে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু, দেখা যায় কোনও দলই ঋদ্ধিকে নিতে আগ্রহ দেখায়নি। চারু শর্মা যখন ঋদ্ধিকে নিলাম টেবিলে তোলেন তখন কেউ আগ্রহ দেখায়নি। যা দেখার পর প্রশ্ন উঠছে অফ ফর্মে থাকা বা দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা দীনেশ কার্তিক যেখানে সাড়ে পাঁচ কোটি টাকার বিনিময়ে দল পেতে পারেন সেখানে ঋদ্ধিমান কেন পেলেন না। যদিও আগামীকাল ফের একবার অবিক্রিত প্লেয়ারদের নিলাম টেবিলে তোলা হবে। তবে সেখানেও ভাগ্য খুলবে কি না তা বলা যাচ্ছে না।সমর্থকদের একাংশের মতে, জাতীয় দলের দরজা প্রায় বন্ধ ঋদ্ধির কাছে। এবার আইপিএলে তিনি এখনও পর্যন্ত দল পেলেন না। আগামী কয়েক বছরের জন্য ভারতীয় ক্রিকেট দলে ঋষভ পন্থের জায়গা একেবারে পাকা হয়ে গিয়েছে। এছাড়া কোনা ভরতও কানপুর টেস্টে গ্লাভস হাতে উইকেটের পিছনে দাঁড়িয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিলেন।

আরও পড়ুনঃ হিউজের পরিবর্তে নিলামের দায়িত্বে চারু শর্মা