জেলা

ভর সন্ধায় ছিনতাই, অল্পের জন্য প্রানে রক্ষা পেল বৃদ্ধা

এনএফবি, মালদাঃ

রথের দিন সন্ধ্যায় ছিনতাই বাজের চক্করে এক বৃদ্ধা। অল্পের জন্য রক্ষা পেল প্রাণ।ঘটনাটি ঘটেছে মথুরাপুর সুভাষ কলোনি মাস্টার পাড়া এলাকায়। গতকাল ছিল রথযাত্রা। সে রথযাত্রা দেখতেই বাড়ির সামনে চেয়ারে বসে ছিলেন বসেছিলেন ৭০ বছর বয়সী কল্পনা দত্ত নামে এই বৃদ্ধা মহিলা। রথ দেখার পরও যথারিত এলাকা ফাঁকা হতে বাইকে আসা দুজন মধ্যবয়সী যুবক এগিয়ে আসেন বৃদ্ধার কাছে। খানিকক্ষণ কথোপকথন করে এবং কৌশলে গলা থেকে সোনার চেইন নিয়ে চম্পট দেয়। কল্পনা দেবী নিজেকে সামাল দিতে না পারায় আছরে পড়েন মাটিতে। ইতিমধ্যে এলাকাতে জানাজানি হতেই ছুটে আসেন সকলে। তড়িঘড়ি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করেন এলাকাবাসী। ভর সন্ধায় এরকম অসামাজিক কাজকর্মে ক্ষিপ্ত এলাকাবাসী। মানিকচক থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

এ প্রসঙ্গে কল্পনা দেবী জানান, আমি রথ দেখার জন্য প্রতিবছরের মত এ বছরও চেয়ারে বসে ছিলাম। আমি শারীরিক দিক দিয়ে অসুস্থ তাই হাঁটতে চলতে আমার অসুবিধা হয়। রথ চলে যাওয়ার পরও যথারীতি বাড়ি ফেরার জন্য উঠে দাঁড়াই সেই সময় হঠাৎ দুটি ছেলে আমার কাছে বাইকে করে এসে দাঁড়ায় এবং আমার সঙ্গে কথা বলতে থাকে। আচমকাই আমার গলায় হাত দিয়ে টান দেয়। আমি তৎক্ষণাৎ বেসামাল হয়ে মাটিতে পড়ে যাই। আমাদের এলাকায় কোনদিনও এই ধরনের ঘটনা ঘটেনি। আমরা অবাক তবে আগামীতে প্রশাসনিক নজরদারি এলাকায় বাড়ানোর আরজি রাখবো। কারণ এ ধরনের ঘটনা এলাকায় চলতে থাকলে অনেককেই সমস্যায় পড়তে হবে।