বন্ধু ওয়ার্নকে নিয়ে মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবন সচিন
এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
দেখতে দেখতে এক বছর হয়ে গেলো নেই প্রয়াত প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা স্পিনার শেন ওয়ার্ন। গতবছর এই দিনেই মারা যান এই স্পিনের জাদুকর। আর শেনের মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবন সচিন তেন্ডুলকর। এ দিন সচিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ” ক্রিকেট মাঠে আমাদের প্রতিযোগিতার অনেক স্মৃতি আছে। এগুলো আমরা দু’জনেই ভাগ করে নিয়েছিলাম। শুধুমাত্র বিরাট ক্রিকেটার হিসেবে নয়, প্রিয় বন্ধু হিসেবে তোমার অভাব আমি বুঝতে পারছি। আমার বিশ্বাস, তোমার সেন্স অফ হিউমার এবং প্রতিভা দিয়ে অন্য জগতে তুমি অনেক ভালো আছো।”
টেস্টে ৭০৮ এবং ২৯৩ ওডিআই উইকেট রয়েছে সকলের প্রিয় ওয়ার্নের। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানোতে বড় ভূমিকা নেন ওয়ার্ন। গত বছর থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হৃদরোগে মৃত্যু হয় তার।
We have had some memorable battles on the field & shared equally memorable moments off it. I miss you not only as a great cricketer but also as a great friend. I am sure you are making heaven a more charming place than it ever was with your sense of humour and charisma, Warnie! pic.twitter.com/j0TQnVS97r
— Sachin Tendulkar (@sachin_rt) March 4, 2023
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।