দরকারে অনুব্রতকে এয়ার অ্যাম্বুলেন্স করে দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে- আদালতে জানালেন ইডির আইনজীবী

এনএফবি, কলকাতাঃ

ঝুলে রইলো অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা। মামলার শুনানি শেষ হলেও রায় দান স্থগিত। অনুব্রতর দিল্লি যাওয়া রুখতে আসানসোলে সিবিআই বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। শনিবার আদালতে ছুটি থাকলেও বিশেষ আদালত গঠন করে এ দিন অনুব্রত মণ্ডলের আবেদনের শুনানি হয়। এদিনের শুনানিতে ইডির আইনজীবী আদালতে বলেন, সকলের শরীর স্বাস্থ্য দেখার দায়িত্ব আমাদের। দিল্লি এইমস হাসপাতালের থেকে ভালো চিকিৎসা কেউ দিতে পারে না। দরকার হলে অনুব্রত মণ্ডলকে এয়ার অ্যাম্বুলেন্স করে দিল্লি নিয়ে যাবার জন্য ব্যবস্থা করা হয়েছে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।