এনএফবি, নিউজ ডেস্কঃ
রবিবার ভোর রাতে সর্পদংশনে আহত হলেন অভিনেতা সলমন খান। সংবাদ সূত্রে জানা গেছে, পানভেলের ফার্ম হাউসে এই দূর্ঘটনাটি ঘটে। বড়দিন উপলক্ষেই ফার্ম হাউসে গিয়েছিলেন বলিউড অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের এম জি এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে সে সাপ সলমনকে দংশন করেছে তা বিষাক্ত নয় তাই প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত ফার্ম হাউসেই বিশ্রামে আছেন তিনি বলে খবর।