অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
করোনা আক্রান্ত হলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাঁর সর্দি-কাশি ছিল, গা ম্যাজম্যাজ করছিল। ফলে করোনা পরীক্ষা করা হয়। রিপোর্টে জানা যায় করোনা পজিটিভ দাদা। চলতি বছরের গোড়ার দিকেই হার্টে তিনটি স্টেন্ট বসেছিল, তাই কোনও ঝুঁকি না নিয়ে সোমবার রাতেই তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালেই পূর্বেও তিনি চিকিৎসাধীন ছিলেন।
তবে চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেনের শারীরিক অবস্থা স্থিতিশীল। কোভিডের কারণে শরীরে তেমন কোনও জটিলতা নেই। আজ সৌরভ জায়া ডোনা গাঙ্গুলি ও কন্যার করোনা পরীক্ষা হবে।