এনএফবি,জলপাইগুড়িঃ
জলপাইগুড়ি শহরের কলেজ পাড়ার এক গৃহস্থের বাড়িতে ঘরের মধ্যে দুটি কমন ওল্ফ স্নেক ( সাপ ) ঢুকে পড়ে। সেই সময় পরিবারের সদস্যদের চোখে পড়ে। পরিবারের সদস্যরা না জেনেই ভয়ে সাপের গায়ে ফিনাইল ছিটিয়ে দেয়। এতে সাপ দুটি নেতিয়ে পড়ে এবং জিভ বের করে পড়ে থাকে। তারপর তারা খবর দেয় পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে।
জানা গেছে, বিশ্বজিৎ বাবু সেখানে গিয়ে সাপ দুটিকে বাঁচানোর চেষ্টা করে। সাবান জল দিয়ে স্নান করানোর পাশাপাশি ওষুধ প্রয়োগ করে। তাতেও সাপ দুটি সুস্থ না হলে হৃদযন্ত্র সচল রাখার জন্য নিজের মুখ দিয়ে সাপের মুখে ফু দিতে থাকেন। এভাবে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সাপ দুটিকে সুস্থ করে তোলেন এবং পার্শ্ববর্তী জঙ্গলে ছেড়ে দেন।
বিশ্বজিৎবাবুর এই কীর্তিতে তাকে সাধুবাদ জানিয়েছেন জলপাইগুড়িবাসী। বিশ্বজিৎ বাবু বলেন, ” একে তো বর্ষাকাল এই সময় টা সাপেদের প্রজননের সময়। আর বর্তমানে যেভাবে গাছপালা ঝোপঝাড় কেটে বাড়ি ঘর তৈরী হচ্ছে এতে সাপেদের বাসস্থানের অসুবিধা হচ্ছে। এরফলে সাপ বাড়ি-ঘরে ঢুকে যায়। তবে সাপকে যেন কেউ আঘাত না করে।”