এনএফবি নিউজ ডেস্ক :
সম্প্রতি মুর্শিদাবাদের চার মহিলাকে দুবাই এ পাচার এর হাত থেকে রক্ষা করে বিএসএফ এর এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট, জলঙ্গী, মুর্শিদাবাদ ও কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটি। এই খবর ছড়িয়ে পড়তেই মহিলাদের সচেতন করতে উদ্যোগ নিল বহরমপুর গার্লস কলেজ। এই কলেজের প্রিন্সিপ্যাল হেনা সিনহা মহাশয়ার আমন্ত্রণে কলেজে উপস্থিত হন কর্ণসুবর্ণ ওয়েল ফেয়ার সোসাইটির সেক্রেটারি মতিউর রহমান। উনি হিউম্যান ট্রাফিকিং বিষয়ে বিশদে আলোচনা করেন। পাচার, কি? কেন পাচার করা হয়। গত ৭দিন আগে চারজন মহিলা কিভাবে মোটিভেটেড হয়েছে। কিভাবেই বা উদ্ধার পেয়েছে। সমস্ত কিছু বিশদে আলোচনা করেন। আলোচনা শেষে এই কলেজের ছাত্রী শ্রীজিতা দাস, দেবগ্রাম বলেন আমি রোজ যাতায়াত করি। একা মেয়ের জন্য এই সেমিনারের প্রত্যেকটি ব্যাপারে খুবই সাহায্যকারী । খুব উপকৃত হলাম। আবার বহরমপুর থেকে আর এক ছাত্রী সাথী সরকার বলেন এখন মেয়েদের সেফটি খুব দরকার। গার্লস কলেজের প্রিন্সিপ্যাল হেনা সিনহা মুর্শিদাবাদের বর্তমান পাচার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন ডঃ মোহাম্মদ ইকবাল, এসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন অফ কেমিস্ট্রি। বহরমপুর গার্লস কলেজ কে এই রকম একটি উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি মতিউর রহমান ।