ফিচাররাজ্য

বানগড় রক্ষণাবেক্ষণের দাবি শান্তনুর

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

গঙ্গারামপুরের ঐতিহাসিক স্থান বানগড় পরিদর্শন করলেন রাজ্যসভার সংসদ শান্তনু সেন। বুধবার বানগড়-সহ আশেপাশে এলাকা পরিদর্শন করে বানগড় রক্ষণাবেক্ষণের দাবি তোলেন তিনি। সেইসঙ্গে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেন সাংসদ শান্তনু সেন।

প্রসঙ্গত জেলার ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম বানগড়। দীর্ঘদিন ধরে বানগড়ে বন্ধ রয়েছে খননকার্য। গঙ্গারামপুর তথা জেলাবাসীর দীর্ঘদিনের দাবি বানগড় খননের। এ নিয়ে জেলার ইতিহাস গবেষকরা বিভিন্ন জায়গায় আবেদন করলেও কোনও সুরাহা হয়নি। এদিকে গঙ্গারামপুরে একটি কর্মসূচিতে যোগ দিতে এসে বুধবার বানগড়-সহ আশেপাশে এলাকা পরিদর্শন করলেন সংসদ। সঙ্গে ছিলেন, গঙ্গারামপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক গৌতম দাস, গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

এদিন বানগড় পরিদর্শন করে জেলার ঐতিহাসিক স্থান বানগড় রক্ষণাবেক্ষণের দাবী তোলেন সাংসদ।