ক্রীড়া

শিয়রে বিশ্বকাপ, তার আগেই হঠাৎ অবসর তামিমের

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

বিশ্বকাপের আগে খারাপ খবর বাংলাদেশ ক্রিকেটে অবসর নিলেন তাঁদের অধিনায়ক তথা বাঁ হাতি ওপেনার তামিম ইকবাল। ২০০৭ বিশ্বকাপ থেকে তিনি বাংলাদেশে দাপটের সঙ্গে খেলেন। ২০০৭- বিশ্বকাপে তার ব্যাট ভারতকে হারাতে বড় ভূমিকা নেয়। ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের কাছে বড়ো ধাক্কা। বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে ২৪১ ম্যাচে তামিম ইকবাল ৮,৩১৩ রান করেছেন। তাঁর ব্যাটিং গড় ৩৬.৬২। এরমধ্যে ১৪টি শতরান এবং ৫৬টি হাফসেঞ্চুরি রয়েছে। গত বছর ১৭ জুন তামিম টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন। প্রায় এক বছর পর তিনি ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেট থেকেও অবসর গ্রহণ করলেন। কিন্তু, ২০২৩ বিশ্বকাপ টুর্নামেন্টের আগেই তিনি কেন এমন সিদ্ধান্ত গ্রহণ করলেন, তা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন তিনি সাংবাদিক সম্মেলন করে জানান, এটাই আমার শেষ। আমি নিজের সেরাটা দিয়েছি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আমার ১৬ বছরের যাত্রাপথে পাশে থাকার জন্য সতীর্থ, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আমার পরিবারকে অনেক ধন্যবাদ। ” বাংলাদেশের সমর্থকদেরও একটা বড় ধন্যবাদ প্রাপ্য। আশা করছি আগামী দিনেও আপনারা আমাকে ভালবাসবেন।” যদিও কী কারণে অবসর জানা যায়নি।এখন চলছে আফগানিস্তান সিরিজ বাংলাদেশ ১-০ তে পিছিয়ে। পরবর্তী অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান অথবা লিটন দাসের নাম উঠে আসছে।