এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
রেল শহর খড়্গপুরের বাদশা শ্রীনু নাইডু হত্যা কাণ্ডের মামলায় বেকসুর খালাস পেল বাসব রামবাবু সহ ১৩ অভিযুক্ত।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ জানুয়ারি খড়গপুর নিউ সেটেলমেন্ট এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হয় শ্রীনু নাইডু। একইসঙ্গে হত্যা করা হয় তার এক সহযোগিকেও। এই ঘটনার জড়িত সন্দেহে খড়্গপুরের রেল মাফিয়া বাসব রামবাবুর সহ ১৩ জনকে গ্রেফতার করা হয়। শ্রীনু নাইডু খুনের বিচার প্রক্রিয়া শেষ হয়েছিল ইতিমধ্যে। মঙ্গলবার ছিল এই খুনের রায়। মঙ্গলবার দুপুরে মেদিনীপুর জেলা আদালতের ১৩ জনকে উপযুক্ত তথ্য-প্রমাণাদির অভাবে বেকসুর খালাস করলো মেদিনীপুর জেলা আদালতের চতুর্থ অতিরিক্ত দায়রা বিচারক মন্দাক্রান্তা সাহা রায় ঘোষণা করেন শ্রীনু নাইডু হত্যা মামলার। সেখানেই ‘বেনিফিট অফ ডাউট’-এ ‘ডন’ বাসব রামবাবু সহ ১৩ জনকেই বেকসুর খালাস করা হয়।