এনএফবি, কলকাতাঃ
বছর শেষে রাজ্যের উত্তরপ্রান্তের জেলা দার্জিলিং যখন বরফ আচ্ছাদিত তখন মহানগর বঞ্চিত শীতের কাঁপুনি থেকে। সূর্যডোবার পরে ঠান্ডার আমেজ খানিকটা ফিরলেও শীত এখন তিলোত্তমায় কমজোরি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি বেড়েছে। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতির জন্য পশ্চিমী ঝঞ্ঝাকেই দায়ী করেছেন আবহাওয়াবিদরা। এবার পশ্চিমী ঝঞ্ঝা বেশ শক্তিশালী এর প্রভাবে কাশ্মির, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকা হয়ে বরফের মেঘ এসেছে সিকিম দার্জিলিংয়ের উঁচু এলাকায়। তার জেরেই সান্দাকফু, উত্তর সিকিম, দার্জিলিংয়ে তুষারপাত। এই ঝঞ্ঝার কারণেই থমকে গেছে উত্তুরে হাওয়া।
তবে এই দুর্যোগ কেটে ফের শীত ফেরার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, আগামী শনিবার থেকে ফের নিম্নগামী হবে পারদ। যদিও কতটা জাঁকিয়ে শীত পড়বে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। চলতি বছরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলায় কিছুটা বৃষ্টি হয়। কলকাতা-সহ অনান্য জেলায় বৃষ্টি না হলেও আকাশ মেঘলা ছিল। বৃহস্পতিবার একই পরিস্থিতি থাকার সম্ভাবনা।