ক্রীড়া

ক্লাসেনের দুরন্ত ইনিংসে জয় দক্ষিণ আফ্রিকার

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

হেনরিখ ক্লাসেনের ৪৬ বলে ৮১ রানের দুরন্ত ইনিংসের সুবাদে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচেও জিতল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ছ’উইকেটে ১৪৮ রানের বেশি তুলতে পারেনি টিম ইন্ডিয়া। জবাবে ১৮.২ ওভারেই ছ’উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। কাজে লাগেনি ভুবনেশ্বর কুমারের (৪/১৩) দুরন্ত বোলিং।
এদিন ঋতুরাজ গায়কোয়াড় (১) দ্রুত ফিরে গেলেও দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঈশান কিষাণ (২১ বলে ৩৪) ও শ্রেয়স আইয়ার (৩৫ বলে ৪০)। ব্যর্থ ঋষভ পন্থ (৫) ও হার্দিক পাণ্ড্য (৯)। শেষদিকে চালিয়ে খেলে দলকে দেড়শোর কাছে পৌঁছে দেন দীনেশ কার্তিক (২১ বলে ৩০ অপরাজিত)।
ভুবনেশ্বরের অভ্রান্ত সুইং-এর দৌলতে পাওয়ার প্লে-র মধ্যেই ২৯/৩ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার স্কোর। কিন্তু সেখান থেকে দলকে জয়ের সরণিতে তুলে দেন ক্লাসেন ও অধিনায়ক টেম্বা বাভুমা (৩০ বলে ৩৫)।