ক্রীড়া

স্থিতিশীল বিসিসিআই সভাপতি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

কেমন আছেন সৌরভ! করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে জানা যাচ্ছে আপাতত কোনো জ্বর নেই তাঁর। নতুন করেও জ্বর আসেনি আর। তবে বুকে সামান্য সর্দি জমে রয়েছে। ডক্সিসাইক্লিন জাতীয় ওষুধের সঙ্গেই জিঙ্কঅক্সাইড ও ভিটামিন-সি দেওয়া হচ্ছে সৌরভকে। সৌরভের চিকিৎসার জন্য মঙ্গলবার তিন সদস্যের চিকিৎসক দল গঠন করা হয়েছে। সেই দলে রয়েছেন সরোজ মণ্ডল, সপ্তর্ষি বসু ও সৌপ্তিক পণ্ডা। এ ছাড়াও পরামর্শ নেওয়া হচ্ছে চিকিৎসক দেবী শেঠি ও আফতাব খানের। এছাড়া ওমিক্রন পরীক্ষাও ফের করতে দেওয়া হয়েছে। সৌরভের মেয়ে ও স্ত্রীর করোনা পরীক্ষা করা হয়, দুজনের রিপোর্টই নেগেটিভ।