এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ
সোমবার মেদিনীপুর শহরের প্রদ্যত স্মৃতি ভবনে বন বিষয়ক সভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন মুখ্য বনপাল সৌমিত্র দাশগুপ্ত ,মুখ্য বনপাল ( দক্ষিণ ) কল্যাণ দাস , বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক , রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা , মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সহ- সভাধিপতি অজিত মাইতি, বিধায়ক দীনেন রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এই দিনের বৈঠকে বন মন্ত্রী জানান,”এই বছর বন সপ্তাহে সারা রাজ্য জুড়ে ১ কোটি চারা গাছ লাগানো হবে। বেসরকারি হাতে আরও ১ কোটি চারা গাছ তুলে দেওয়া হবে।” তিনি জানান,”গড়বেতায় গাছ কাটা নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। কাউকে নিস্তার দেওয়া হবে না, তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে, পাশাপাশি আরও জঙ্গল সুরক্ষিত রাখতে বিট অফিসার দের বাইক ও অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া হবে।”