এনএফবি, নিউজ ডেস্কঃ
বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী রাজ্যে এক ধাক্কায় দৈনিক সংক্রমণ ২ হাজার পার করেছে। বড়দিনে জনতার লাগাম ছাড়া ভিড় দেখছে কলকাতা। ইংরেজি নববর্ষ উপলক্ষে সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে কড়া পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত প্রশাসনের।
বর্ষবরণের রাতে কলকাতা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবে তিন হাজারের বেশি পুলিশ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা জানালেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার শুভঙ্কর সিনহা। নিউ ইয়ার উপলক্ষে সরকারিভাবে কোন বিধিনিষেধ না থাকলেও করোনা বিধি মেনে চলা বাধ্যতামূলক জানিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমকে শুভঙ্কর বাবু জানান, শহরের বিভিন্ন শপিংমল ও গুরুত্বপূর্ণ জায়গায় থাকবেন পুলিশকর্মীরা। পথচলতি মানুষের সহযোগিতার জন্য ১৫টি কিয়স্ক থাকবে। এছাড়া পার্কস্ট্রিটে থাকবে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। মোটরসাইকেলে থাকবে টহলদারি পুলিশ।