এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
চোখধাঁধানো শতরান সূর্যকুমার যাদবের (৫১ বলে ১১২ অপরাজিত)! আর সেই ইনিংসে ভর করেই সিরিজের শেষ টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৯১ রানে দুরমুশ করল টিম ইন্ডিয়া। সিরিজ জিতে নিল ২-১ ফলে।
ম্যাচের প্রথম ওভারেই ঈশান কিষাণ (২ বলে ১) আউট হয়ে যান। কিন্তু একটা দিক ধরে রেখেছিলেন শুভমান গিল (৩৬ বলে ৪৬)। তিন নম্বরে নামা রাহুল ত্রিপাঠী ১৬ বলে ৩৫ রানের মারমুখী ইনিংস খেলে রানরেট চাঙ্গা করে দিয়ে যান। এরপরেই শুরু সূর্যর নজরকাড়া ব্যাটিং। অধিনায়ক হার্দিক পাণ্ড্য (৪ বলে ৪) ও দীপক হুডা (২ বলে ৪) ব্যর্থ হলেও অক্ষর পটেলকে (৯ বলে ২১ অপরাজিত) সঙ্গী করে দলের রানকে ২২৮/৫-এ পৌঁছে দেন সূর্যকুমার। তাঁর ইনিংসে রয়েছে ন’টি ছক্কা ও সাতটি বাউন্ডারি।
জবাবে ১৬.৪ ওভারে ১৩৭ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। আগের ম্যাচের খলনায়ক অর্শদীপ সিং ২০ রানে তিন উইকেট নেন। সফল হার্দিক (২/৩০), চাহল (২/৩০) ও উমরান মালিকও (২/৩১)। সোমবার থেকে শুরু হচ্ছে একদিনের সিরিজ।