ক্রীড়া

প্রতিবাদে ডার্বি টিকিট ফেরত পাঠাচ্ছে আইএফএ

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

আগামী শনিবার আইএসএল ডার্বি। টিকিট নিয়ে এবার সেভাবে উন্মাদনা শুরু না হলেও দিনের শেষে ম্যাচের নাম ডার্বি। আর ডার্বিতে বাংলার ফুটবল সংস্থা আইএফএকে মাত্র ৫০০ টিকিট পাঠিয়েছে আয়োজক ইমামি ইস্টবেঙ্গল। সেই টিকিট ফেরত পাঠালো আইএফএ। এদিন সচিব অনির্বাণ দত্ত এক প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দেয়। তারা এই অসৌজন্য মানসিকতা অনেক দিন ধরে দেখছেন। যেখানে অতীতে একাধিক টিকিট পাঠানো হত সেখানে এখন এই সামান্য টিকিট।

আইএফএ অনুমোদন পাওয়া ৩০০ বেশি ক্লাব আর জেলা সংস্থা আছে ফলে এই টিকিট সামান্য। আইএফএ লোকাল ফুটবলারদের আইএসএলে মাঠে নামার অনুমতি দেয় গভর্নিং বডির সদস্যরা প্লেয়ার নির্বাচন করে। আর এই অপমান মেনে না নিয়ে আইএফএ কর্তারা টিকিট ফেরত পাঠিয়ে ডার্বি দেখতে যাবেন না। প্রসঙ্গত গত সাতটি ডার্বিতে জয় পেয়েছে মোহনবাগান।