এনএফবি, শিলিগুড়িঃ
রবিবার সকালে দলসিংপাড়া ১০ নং এলাকার ঝোঁপ থেকে জয়গাঁ থানার নিখোঁজ এএসআই রতন করের দেহ উদ্ধার করে পুলিশ, সেখান থেকেই পাওয়া গেছে পুলিশ কর্মীর মোটর বাইকটি। রতনকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান।
সংবাদ সূত্রে জানা যায়, মৃত রতনের বাড়ি কোচবিহারে হলেও থাকতেন জয়গাঁ পুলিশ কোয়ার্টারে। ভারত-ভুটান সীমান্ত অঞ্চলের দলসিংপাড়া ট্রাফিকে কর্মরত ছিলেন। গত বুধবার কোয়ার্টার থেকে কর্মক্ষেত্রের উদ্দেশ্যেই বেরিয়েছিলেন তিনি। কিন্তু এরপর আর তাঁর কোন খোঁজ ছিল না। শেষ পর্যন্ত বৃহস্পতিবার পুলিশ কর্মীর পরিবারের তরফ থেকে জয়গাঁ থানায় একটি নিখোঁজ ডায়রি করা হয়। শুরু হয় তদন্ত। তল্লাশিতে এদিন উদ্ধার হয় দেহ। উদ্ধার হওয়া দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
দলসিংপাড়া এলাকায় বালি মাফিয়াদের দৌরাত্ম রয়েছে। এই মৃত্যুর পিছনে তাদের হাত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।
কর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাড়িতে নিহত রতনের স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। নিহত পুলিশ কর্মীর স্ত্রী শ্বেতা কর এবং দাদা অজিত কর এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন। মুখ্যমন্ত্রী যাতে এই ঘটনার সঠিক তদন্তের নির্দেশ দেন পরিবারের পক্ষ থেকে সেই আবেদন করা হয়েছে।