রাজ্যলেটেস্ট

ভস্মীভূত মঙ্গলাহাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, দিলেন আশ্বাস

এনএফবি, কলকাতাঃ

হাওড়ার মঙ্গলাহাটের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি একুশে জুলাই শহীদ সমাবেশ থেকে সরাসরি শুক্রবার দুপুর তিনটের সময় হাওড়া ময়দানের মঙ্গলাহাট পরিদর্শনে আসেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। মুখ্যমন্ত্রী বলেন জমিজট মিটিয়ে আবার পুনরায় মঙ্গলাহাট নির্মান করা হবে। যদি যে দোকানের জমি রাজ্য সরকারের অধীনে সেই জমিগুলি রাজ্য সরকার বিল্ডিং বানিয়ে দেবে। তিনি বলেন ১৯৮৭ সালে এখানে একবার আগুন লেগেছিল। এখন আবার লাগলো। এই আগুন কেউ লাগিয়ে দিচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি মুখ্যমন্ত্রী একটি কমিটি গঠনের কথা ঘোষনা করলেন।

তিনি বলেন কমিটিতে ডিএম, মন্ত্রী অরূপ রায়, দমকলের একজন, হাওড়ার পুলিশ কমিশনার, বিপর্যয় মোকাবিলা দপ্তরের একজন ও পুলিশের একজন নিযুক্ত থাকবেন। এরা দেখবেন জমিটি কার। এখানে বারবার আগুন লাগছে। কেউ জ্বালিয়ে দিচ্ছে কিনা কিংবা কোনও মোটিভ কাজ করছে কিনা তা খতিয়ে দেখবে এই কমিটি। মুখ্যমন্ত্রী বলেন এই মঙ্গলাহাটে সমস্ত ইউনিয়নকে একত্রিত হয়ে আলোচোনায় বসা হবে। তখন যেন কেউ বেগতিক না হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন এই হাটের ঘরগুলো বেড়া কাঠের। এখানে অনেক ব্যবসায়ীর রুজিরুটির নির্ভর করে। যদি কারোর এখানে অসুবিধা হয় তাহলে তাদের সাঁতরাগাছির কাছে পুর্নবাসন দেওয়া হবে। তিনি বলেন প্রাথমিকভাবে জানা যাচ্ছে কেরোসিনের গন্ধ ছাড়াচ্ছিল। এর তদন্ত সিআইডির হাতে দেওয়া হয়েছে। তারা তদন্ত করছে। পাশাপাশি কারোর যদি কাউকে সন্দেহ হয় তাহলে তারা থানায় অভিযোগ করবেন। পুলিশ তদন্ত করবে বলে মুখ্যমন্ত্রী জানান।