মর্নিং ওয়াকের জন্য খুলল দরজা

এনএফবি, কলকাতাঃ

প্রাতঃভ্রমণকারীদের জন্য সুখবর। আজ থেকে মহানগরের দুই মর্নিং ওয়াক ডেস্টিনেশন স্পট রবীন্দ্র সরোবর এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের দরজা খুলে গেল।

কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি(KMDA)-র পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয়েছে প্রতিদিন সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত খোলা থাকবে রবীন্দ্র সরোবর লেক। করোনা আবহের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল লেক। এতদিন পর্যন্ত প্রাতঃভ্রমণকারীরা লেকের পাশের রাস্তায় হাঁটাহাঁটি করেই তাদের অভ্যাস বজায় রাখছিলেন। লেকের দরজা খুলে যাওয়ায় খুশি তাঁরা।

একইসঙ্গে সকালে ৩ ঘন্টার জন্যই খোলা থাকবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দরজা। আপাতত শুধু উদ্যান এলাকায় খোলা থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সচিব ও কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কাউন্টার থেকে বা অনলাইন অ্যাপের মাধ্যমে টিকিট কেটে সকাল ৬ টা থেকে ৯ ট পর্যন্ত হাঁটাহাঁটি ও কসরত করতে পারবেন।
মর্নিং ওয়াকের জন্য যাঁদের বৈধ বার্ষিক পাস রয়েছে তারাও ওই সময়সীমা প্রবেশ করতে পারবেন। তবে দিনের অনান্য সময় ভিক্টোরিয়া উদ্যান এবং গ্যালারি সরকারি নিয়ম মেনে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।