জেলা

শেষ হলো প্রথম পর্যায়ের মহিলা আত্মরক্ষা প্রশিক্ষণ

এনএফবি, কোচবিহারঃ

কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে তিন দিনের মহিলা আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির শুরু হয় কোচবিহার পুলিশ লাইনে। এদিন সেখানে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় প্রায় ২০০ জন মহিলা ওই শিবিরে যোগদান করেন। পাশাপাশি সেখানে ক্যারাটের নানা কায়দা কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রথম পর্যায়ের ওই প্রশিক্ষণ শিবির এদিন শেষ। দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ সোমবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিবিরের উদ্যোক্তারা।
জানা গেছে, কোচবিহার জেলা পুলিশের ব্যবস্থাপনায় ও কোচবিহার জেলা ক্যারাটে সংস্থার সহযোগিতায় তিন দিনের মহিলা আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে গত ৭ তারিখ। প্রথম পর্যায়ে এই শিবিরে অংশ গ্রহণ করবে জেলার বিভিন্ন প্রান্তে ২১৪ জন মহিলা। স্কুলের ছাত্রীদের পরীক্ষা থাকায় তাদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হবে। সেখানে অংশগ্রহণ করবে প্রায় ২০০ জন। জেলায় দুই পর্যায়ের মোট ৪০০ জন মহিলা এই ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা গেছে। যারা গ্র্যান্ড ফাইনালে অংশ গ্রহণ করবে তাদের জেলা পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।