অরঙ্গাবাদে বিড়ি ফ্যাক্টরিতে ইনকাম ট্যাক্সের হানা, চাঞ্চল্য
এনএফবি, মুর্শিদাবাদঃ
ফের মুর্শিদাবাদে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের হানা। বুধবার সকাল সকাল সুতির অরঙ্গাবাদে একটি বিড়ি কোম্পানির অফিসে হানা দিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। বেশ কয়েকটি গাড়িতে করে পতাকা বিড়ি কোম্পানির অফিসে আসেন তারা।কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রথমেই অফিস ঘিরে তারপরেই শুরু হয় আয়কর দপ্তরের তল্লাশি অভিযান।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই সুতিতে বিধায়ক জাকির হোসেনের বাড়ি, গোডাউনে হানা দিয়েছিল আয়কর দফতর।

পাশাপাশি সামশেরগঞ্জের আনন্দ বিড়ি ও বিজলি বিড়ি ফ্যাক্টরিতেও তল্লাশি অভিযান চালানো হয়। আয়কর দফতরের এই অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Pingback: অতিক্রান্ত চব্বিশ ঘন্টা, বিড়ি কারখানায় জারি তল্লাশি - NF Bangla Private Limited