স্থানীয়

স্কুল খোলায় বিক্রির আশায় প্রতিমা ব্যবসায়ীরা

এনএফবি, জলপাইগুড়িঃ

বিদ্যালয় খুলছে। তাই ভালো বিক্রির আশায় রয়েছে জলপাইগুড়ি শহরের সরস্বতী প্রতিমার খুচরো ও পাইকারি ব‍্যবসায়ীরা। আজ থেকেই শুরু হয়েছে শহরের বিভিন্ন জায়গায় সরস্বতী প্রতিমার বিক্রি। আবহাওয়া ঠান্ডা থাকার জন্য এমনি বাজার হালকা । তার মধ্যে করোনা।এই দুই সমস্যার মধ্যে ও বিদ‍্যালয় খুলছে। তাই কিছু টা হলেও ভালো বিক্রি হবে প্রতিমা এটাই মনে করছেন সরস্বতী প্রতিমা ব‍্যবসায়ীরা।

আজ শহরের দিনবাজার ,স্টেশন বাজার,বয়েলখানা বাজারে শুরু হয়েছে প্রতিমার বিক্রি।যদিও এখন পর্যন্ত তেমন ভাবে ক্রেতার দেখা মেলেনি । তবে হাতে আরও দুদিন থাকায় বিক্রির আশায় রয়েছে প্রতিমা ব্যবসায়ীরা ৷

আরও পড়ুনঃ হাসপাতালের নিয়ম পরিবর্তন, ডায়ালাইসিস করতে আসা রোগীরা বিপাকে