অঞ্জন চট্টোপাধ্যায়, এনএফবিঃ
আইপিএলের প্লে-অফে ওঠার আশা কার্যত শেষ নাইটদের। বৃহস্পতিবার ইডেনে শাহরুখ খানের দলকে ন’উইকেটে দুরমুশ করল রাজস্থান রয়্যালস। নাইটদের ছুঁড়ে দেওয়া ১৫০ রানের লক্ষ্য মাত্র ১৩.১ ওভারেই হাসিল করে সঞ্জু স্যামসন অ্যান্ড কোং। যার জেরে জোর ধাক্কা খেয়েছে নাইটদের নেট রান রেট।
রাজস্থানের জয়ে এদিন মুখ্য ভূমিকা নেন যুজবেন্দ্র চাহল (৪/২৭), যশস্বী জয়সওয়াল (৪৭ বলে ৯৮ অপরাজিত) ও অধিনায়ক সঞ্জু (২৯ বলে ৪৮ অপরাজিত)। এদিনের ম্যাচের পর পয়েন্ট টেবলে সাত নম্বরে নেমে গেল কেকেআর। ১২ ম্যাচে আপাতত তাদের পয়েন্ট ১১। লিগ পর্যায়ের শেষ দু’টি ম্যাচ বড় ব্যবধানে জিতলে এবং অন্যান্য ম্যাচের ফল নাইটদের অনুকূলে গেলে তবেই ক্ষীণ আশা থাকবে প্লে-অফে ওঠার। অন্যদিকে, নেট রানরেট চাঙ্গা করে নিয়ে তিন নম্বরে উঠে এল রাজস্থান।
নাইটদের মধ্যে এদিন বলার মতো রান পেয়েছেন একমাত্র বেঙ্কটেশ আইয়ার (৪২ বলে ৫৭)।
অন্যদিকে, লক্ষ্মীবারের ইডেনে আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরান করলেন যশস্বী (১৩ বলে)। পাশাপাশি, আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় ডোয়েন ব্রাভোকে (১৮৩) সরিয়ে এক নম্বরে উঠে এলেন চাহল (১৮৭)। বেগুনি টুপিও আপাতত তাঁরই দখলে।